‘চীনা দ্বীপ দখলের সক্ষমতা আমেরিকার আছে’

Slider বিচিত্র

213440_bangladesh_pratidin_china_nws_picbdp

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের তৈরি কৃত্রিম দ্বীপ দখলের সক্ষমতা আমেরিকার আছে বলে পরোক্ষ হুমকি দিয়েছেন পেন্টাগনের এক সেনা কর্মকর্তা।

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের তৈরি কৃত্রিম দ্বীপ দখলের সক্ষমতা আমেরিকার আছে কিনা এক সাংবাদিক জানতে চাইলে এ হুমকি দেয়া হয়।

পেন্টাগনের জয়েন্ট স্টাফ ডিরেক্টর মেরিন কোরের লে. জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি পরোক্ষ এ হুমকি দেন।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, আপনার প্রশ্নের জবাবে কেবল বলতে চাই যে, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ছোট ছোট দ্বীপ দখলের অনেক অভিজ্ঞতা আমেরিকার আছে।

এরপর তিনি আরো বলেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ে দূরবর্তী ছোট ছোট নিঃসঙ্গ দ্বীপ দখলের অনেক অভিজ্ঞতাও মার্কিন সেনাবাহিনীর আছে। অবশ্য, পরে এক বিফ্রিংয়ে তিনি তার বক্তব্য হালকা করে তুলে ধরার চেষ্টা করেন। তিনি দাবি করেন কেবলমাত্র ঐতিহাসিক কিছু তথ্য তুলে ধরা হয়েছে এ বক্তব্যের মধ্য দিয়ে চীনকে কোনো বার্তা দেয়া হয়নি।

দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে যখন ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যে ক্রমাগত উত্তেজনা তুঙ্গে উঠছে তখন এ বক্তব্য দিলেন মার্কিন এ সেনা কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *