গাজীপুর: জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা (জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে স্বর্ণপদক প্রাপ্ত) মিসেস জমিলা খাতুন ৩০মে রাত ৯.১৫টায় সম্মিলিত সামরিক হাসপাতাল(CMH) ঢাকায় ইন্তেকাল করেছেন(-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাহার নামাজে জানাজা আজ সকাল ১১:০০টায় রাজবাড়ী মাঠে ও বাদ জোহর মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হইবে।
এদিকে গাজীপুরের বিশিষ্ট শিক্ষাবিদ জামিলা খাতুনের মৃত্যুতে গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর অনলাইন প্রেসক্লাব সহ অসংখ্য সংগঠন ও বিশিষ্ট ব্যাক্তিরা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।