মাদকবিরোধী অভিযানে আত্মরক্ষার্থে গুলি করছে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

Slider জাতীয়

161218Asaduzzaman-Khan-Kamal

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে বিচারবহির্ভূত হত্যা হচ্ছে না। চলমান মাদকবিরোধী অভিযানে নিহতদের প্রসঙ্গে তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে গিয়ে আত্মরক্ষার্থে পুলিশ গুলি করতে বাধ্য হচ্ছে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা স্বরাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক হয়।

মন্ত্রীর দফতর থেকে বেরিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে চলমান মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় উদ্বেগ জানান মার্কিন রাষ্ট্রদূত।

স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য সাংবাদিকদের বলেন, দেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং (বিচারবহির্ভূত হত্যা) হচ্ছে না। মাদকবিরোধী অভিযানে গিয়ে আত্মরক্ষার্থে পুলিশ গুলি করতে বাধ্য হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *