পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুতের অনিয়মের অভিযোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১ টার দিকে পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপ ট্রিতে ’নাগরিক উদ্যোগ’ নামে একটি সংগঠনের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগ কলাপাড়া’র আহবায়ক কমরেড নাসির তালুকদার। বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহ্উদ্দিন মাননু, রাখাইন নেতা ও শিক্ষানুরাগী লুফ্রু মাষ্টার, প্রভাষক মো. নিজাম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ পিডিবির সতের-আঠারো বছরের আগের বকেয়া বিলের নামে যে নোটিশ পাঠিয়েছে। তা অযৌক্তিক, কারণ এ এলকায় কয়েকবার বন্যা হয়েছে। এতে অনেক গ্রাহকদের পক্ষে বিলের কপি রাখা সম্ভব হয়নি। তার উপর মামলার ভয় দেখিয়ে নোটিশ প্রদান করা হয়েছে। এটা গ্রাহককে হয়রানি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সময় ভৌতিক বিল করে গ্রাহক হয়রানি অচিরেই বন্ধ হওয়া উচিত বলে বক্তারা দাবি করেন।