বলিউডের ‘ডিম্পল’ কুইন হিসেবে খ্যাত দীপিকা পাড়ুকোন। একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী।
তার অভিনয়, রূপ ও স্টাইলের জাদুতে বিমুগ্ধ দর্শক ও ভক্তরা। ‘পদ্মাবতী’ খ্যাত অভিনেত্রীকে এবার দেখা যাবে বিখ্যাত হলিউড মুভি ‘ওয়ান্ডার ওম্যান’-এর ন্যায় একটি সুপারহিরোর চরিত্রে।
বলিউডে রা-ওয়ান, কৃশ ছবিগুলোতে পুরুষ সুপারহিরো দেখা গেলেও নারী সুপারহিরো এখনও আসেনি। এবার সেই রেওয়াজই ভাঙতে চলেছেন দীপিকা।
তার নতুন ছবিটি হতে চলেছে সায়েন্স-ফিকশন। সেখানে দীপিকা পাডুকোনের চরিত্রকে ভাবা হয়েছে ওয়ান্ডার ওম্যানের চরিত্রের ন্যায়। বোঝাই যাচ্ছে ওম্যান সেন্ট্রিক এই সিনেমায় দীপিকা হয়ে উঠবেন সুপারহিরো। সিনেমাটি কে তৈরি করবেন, দিপীকা ছাড়া আর কে কে থাকবেন? সবকিছুই রাখা হচ্ছে চূড়ান্ত গোপন। তবে জানা গেছে ছবিটির আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় তিনশো কোটি রুপি।
দীপিকা পাডুকোনের টিমের সঙ্গে প্রায় প্রত্যেকদিনই কথাবার্তা চালাচ্ছেন ছবিটির নির্মাতারা। যেহেতু দীপিকা হবেন সুপারহিরো, তাই নানা ধরনের শারীরিক কসরত করতে হচ্ছে তাকে।