এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে চাঁদা না দেওয়ায় এক যুবককে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকালে আব্দুল মালেক বাদী হয়ে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
আদালতের বিচারক মোল্লা সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামীরা হলেন: বাবু হোসেন (২৮), ভুট্টু মিঞা (৫৩), আতিক (৩০) ও লিপ্পন (২৫) ।
মামলার অভিযোগে বলা হয়, ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা বাবু হোসেন, ভুট্টু মিঞা, আতিক ও লিপ্পন দীর্ঘদিন ধরে সদর জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনী এলাকার বাসিন্দা আব্দুল মালেকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। গত শনিবার (১৯ মে) সকালে আদর্শ কলোনী এলাকায় ভুট্টু মিঞার নেতৃত্বে একদল সন্ত্রাসী আব্দুল মালেককে পথরোধ করে চাঁদা দাবি করে। এসময় আব্দুল মালেক টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসী তাকে বেধরক মারপিট করে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় আব্দুল মালেককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
আব্দুল মালেক বলেন, সন্ত্রাসীরা তাকে প্রতিনিয়ত হত্যা করার হুমকি দিয়ে আসছে; তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, মামলা তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করা হবে।