চট্টগ্রামে চাল ২৫ চিনি ৪০ টাকা!

Slider চট্টগ্রাম

132251_bangladesh_pratidin_Price

চট্টগ্রামের শতবর্ষী বাণিজ্যিক সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে। প্রতি কেজি চাল ২৫ ও প্রতি কেজি চিনি বিক্রি করা হচ্ছে ৪০ টাকা দরে।

চেম্বার ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভর্তুকি মূল্যে চাল-চিনি বিক্রি করবে। গতকাল সকালে নগরের চেম্বার হাউসের সামনে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মো. জহুরুল আলম, অঞ্জন শেখর দাশ, মো. আবদুল মান্নান সোহেল, তরফদার মো. রুহুল আমিন প্রমুখ। মাহবুবুল আলম বলেন, চেম্বার দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনা করে। এর ফলে সক্ষম অনেক প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার উৎসাহ পায়। প্রতি বছরের মতো এবারও ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষ সহনীয় মূল্যে ভোগ্যপণ্য কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *