তিনিও রয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। সেখানে যখন এক এক দিন, এক এক রকম পোশাকে ধরা দিচ্ছেন ভারতীয় অভিনেত্রীরা, তখনই নিজেকে খাঁচায় বন্দি করে ফেললেন মল্লিকা শেরাওয়াত ৷
এই প্রথমবার নয়, আগেও মল্লিকার উজ্জ্বল উপস্থিতি নজরে এসেছে ৷ তবে এবার তিনি কেন এভাবে উপস্থিত হলেন এমন প্রশ্নের উত্তর দিচ্ছেন মল্লিকা নিজেই ৷ ভারতে শিশু পাচার নিয়ে সরব হয়েছেন তিনি ৷ তার বক্তব্য, ভারতে ছোট মেয়েদের পাচারের হার বাড়ছে এবং অধিকাংশের ঠাঁই হচ্ছে যৌনপল্লিতে ৷
বিশ্ব দরবারে তারই প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছেন মল্লিকা ৷ তিনি চাইছেন উপস্থিত অভ্যাগতদের সমর্থন ৷ ভারতে কন্যা সন্তানদের ভবিষ্যত সুরক্ষিত করতে মল্লিকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই ৷