পরিবারের সদস্যদের খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না

Slider রাজনীতি

317883_198

এক সপ্তাহ যাবত কারা কর্তৃপক্ষ, খালেদা জিয়ার সাথে তার পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার রাতে এক জরুরী সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। যেটা আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করেছে। গত সপ্তাহে শুক্রবার শেষবারের মতো তার সাথে পরিবারের সদস্যরা দেখা করার সুযোগ পেয়েছিলেন। তারপর বার বার অনুরোধ করার পরেও আজ পর্যন্ত জেল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের সাক্ষাতের অনুমতি দেয়নি।’
‘আমরা খবর নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তার শারীরিক অবস্থা কেমন তা আমরা জানতে পারছি না। আমরা আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে জনগনের কাছে, সরকারের কাছে ও জেল কর্তৃপক্ষের কাছে এই উদ্বেগের কথা জানাতে চাই। অবিলম্বে অন্ততঃপক্ষে পরিবারের সদস্যদের তার সাথে সাক্ষাৎ করবার সুযোগ দেবার জন্য আমরা আহবান জানাচ্ছি।’

মির্জা ফখরুল বলেন, ‘কেনো পরিবারের সদস্যদের সাক্ষাৎ দেয়া হচ্ছে না- জিজ্ঞেস করলে জেল কর্তৃপক্ষ বলেন যে, নিরাপত্তাজনিত কারণে দেয়া হচ্ছে না। আমরা কিছুতেই বুঝতে পারি না দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে আছেন, সরকারের নিরাপত্তার মধ্যেই আছেন। যারা সাক্ষাপ্রার্থী হচ্ছেন তারা সাক্ষাৎ করবেন। নিরাপত্তাজনিত কারণে কেনো সাক্ষাৎ সম্ভব হবে না তা বুঝতে পারছি না।’
কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্রমাবনতিতে উদ্বেগ প্রকাশ করে তাকে যথাযথ ‍চিকিৎসা দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে নিয়ে বেগম জিয়ার সুচিকিৎসার দাবি জানান তিনি।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মহাসচিব ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এজে মোহাম্মদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *