ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণার গুঞ্জনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী, আলাওল ও এফ রহমান হলের বিভিন্ন কক্ষে দফায় দফায় ভাঙচুর চালিয়েছে শাখা ছাত্রলীগের একাংশ। বুধবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি হলে এ তাণ্ডব চালানো হয়। ভোররাত পর্যন্ত ক্যাম্পাসে এই উত্তেজনা বিরাজ করে। এ ছাড়া দুপুর ১টার দিকে বিক্ষোভ মিছিল করেন একাংশের নেতা-কর্মীরা।