যশোরে গরুর গোয়াল থেকে ১০ জেব্রা উদ্ধার

Slider বিচিত্র

054034_bangladesh_pratidin_bd_pratidin_Zebra

যশোরে গরুর গোয়াল থেকে ১০টি জেব্রা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এর মধ্যে একটি জেব্রার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে জেব্রাগুলোর মালিককে খুঁজে পাওয়া যায়নি।

মঙ্গলবার দিবাগত রাতে যশোরের শার্শা উপজেলার সাতমাইল গরুর হাটের গোয়াল থেকে জেব্রাগুলো উদ্ধার করা হয়। জেব্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বলেন, জেব্রাগুলোর পাশে পড়ে থাকা কার্টুনের কারণে ধারণা করছি প্রশাসনের দৃষ্টি এড়াতে ঢাকা থেকে জেব্রাগুলোকে কার্টুনে করে আনা হয়েছিল। উদ্ধারকৃত জেব্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

তিনি আরও বলেন, অন্য দেশ থেকে জেব্রাগুলো বাংলাদেশে আনা হলেও পরে এগুলো ভারতে পাচারের জন্যই যশোরের শার্শার সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে জেব্রাগুলোকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *