রাজবাড়ীতে এবারের এসএসসি পরীক্ষায় কমেছে পাশের হার ও জিপিএ ৫

Slider ঢাকা

unnamed

রাজবাড়ী: রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন দুইশ ৭৭ জন। এদের মধ্যে কৃতকার্য হয়েছে দুইশ ৩৯ জন ও জিপিএ ৫ পেয়েছে ৩৬ জন।

শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বেলা রানী সরকার বলেন, সরকার পরীক্ষার বিষয়ে আগে থেকে সতর্কতা অবলম্বন করে। এতে করে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ করায় অনৈতিক সুবিধা নিতে পারেনি। তাছাড়া খাতা মূল্যায়ণের ক্ষেত্রেও শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়।

অপরদিকে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও ফলাফলের অবনতি হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবারের ৩০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৬৬ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩১ জন।

বিদ্যালয়েটির প্রধান শিক্ষক ইনছান আলী বলেন, এবার শিক্ষার গুণগতমানের প্রকৃত মূল্যায়ন হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে আমি এই বিদ্যালয়ে যোগদান করেছি। তবে সবকিছু মিলিয়ে মনে হয়েছে ফলাফল বিপর্যয়ের পিছনে বেশ কিছু কারণ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *