রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা বাংলাদেশের মূল চ্যালেঞ্জ: এডিবি

Slider সারাদেশ

e370e70cc7ab3417d6f468eb92a8a6bc-5aec9d8cdb0bf

ঢাকা: রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করাই বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাপরিচালক হুন কিম এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের চলমান প্রবৃদ্ধির বিষয়ে এডিবি বেশ আশাবাদী।

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, ফিলিপাইনের ম্যানিলায় এ কথা বলেন হুন কিম। এশীয় উন্নয়ন ব্যাংকের বার্ষিক সভা চলার সময় ইউএনবির করা প্রশ্নের জবাবে হুন কিম বলেছেন, ‘বাংলাদেশ কীভাবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবে, সেটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে আমলারা আরও দায়বদ্ধ হবেন বলে মন্তব্য করেন হুন কিম। তিনি বলেন, তখন উন্নয়নের ধারাবাহিকতা সমুন্নত রাখা সম্ভব হবে।

এডিবির এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে, কোনো প্রকল্পের পরিচালক যদি ওই প্রকল্পের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন, তবে ওই প্রকল্পে সাফল্য পাওয়া যায়। তবে ওই পরিচালকের কর্তৃত্ব থাকতে হবে।’

বাংলাদেশ নিয়ে আশাবাদের কথা জানিয়ে হুন কিম বলেন, ‘প্রবৃদ্ধির ধারা সমুন্নত রাখতে হবে। বাংলাদেশের আমলাতন্ত্রের ওপর আমাদের আস্থা আছে। বাংলাদেশ বেশ ভালো করছে। দেশটি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। আমলাতন্ত্রের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বড় বড় বিনিয়োগ গ্রহণে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।’

ইউএনবির প্রশ্নের জবাবে এডিবির এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, দক্ষিণ এশিয়ায় রাজনীতি বরাবরই একটি সমস্যা। তবে ভালো রাজনীতি একটি ভিন্নতা সৃষ্টি করতে পারে।

১৯৭৩ সালে এশীয় উন্নয়ন ব্যাংকে (এডিবি) যোগ দেয় বাংলাদেশ। এ পর্যন্ত সংস্থাটি বাংলাদেশকে ২০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যমানের সহায়তা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *