আর মাত্র ১০দিন: প্রচারণার ভেতরে প্রতারণা, এ যেন ভুতের আছর!

Slider ফুলজান বিবির বাংলা সারাদেশ

images

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর অফিস: গাজীপুর সিটি নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকী। জোরেসোরে চলছে প্রচারণা। প্রার্থী ও কর্মীদের রাতের ঘুম হারাম। রাত দিন তারা পরিশ্রম করে যাচ্ছেন নিজ প্রতীককে বিজয়ী করার জন্য। মেয়র প্রার্থী ৭জন হলেও মূল প্রতিদ্বন্ধিতা হচ্ছে মূলত নৌকা ও ধানের শীষের মধ্যে। ১৪ দলীয় জোটের নৌকা ও ২০ দলীয় জোটের ধানের শীষ এখন মাঠে লড়াই করছে। কে হারে কে জিতে দেখা যাবে আর মাত্র ১০দিন পর। নির্বাচনের সময় প্রতারক চক্রের প্রতারণা এটা নতুন কোন বিষয় নয়। কিছু লোক আছেন, তারা নিজেদের স্বর্থের প্রয়োজনে সবাইকে খুশি রাখেন।

একটি ভোটের জন্য একাধিক ব্যাক্তিকে আশ্বাস দিয়ে প্রতারণা করেন। আর রাজনৈতিক দলের প্রতীক হলে তো কথাই নেই। এমনও প্রতারক কর্মী আছেন যারা দীর্ঘদিন ধরে এক প্রার্থীর নিকট থেকে সুবিধা নিয়ে এখন দ্বিমুখী আচরণ করছেন। আবার এমন কিছু লোকও আছেন যারা নিজ দলের ভেতরে অন্য দলের হয়ে গোয়েন্দাগিরি করছেন। এই সব লোকের কারণে প্রচারণায় ঢুকে গেছে প্রতারণা। আর এই প্রতারণা নিয়েই আজকের প্রতিবেদন।

বিস্তারিত আসছে—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *