ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা সঙ্কটে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন পেয়েছে বাংলাদেশ। নিরাপত্তা পরিষদের সদস্যরা আমাদের দেশে এসেছেন, তাদের মনোভাব অত্যন্ত ইতিবাচক, তারাও চান মিয়ানমার থেকে যে ১১ লাখ মানুষ এসেছে, তারা সেখানে ফিরে যাক। আমরা আশা করছি, তারা মিয়ানমারকে চাপ দেবে। তিনি বলেন, তার ছেলের মৃত্যুর পর আমি গিয়েছিলাম। তালা মেরে দিয়েছিল। অন্য কেউ হলে বাইরে থেকে তারা মেরে দিত।
বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের বিষয় অবহিত করতে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী।
শুরুতে লিখিত বক্তব্যে তিনি তার সাম্প্রতিক সফরগুলোর বিষয় তুলে ধরেন।
প্রশ্নোত্তর পর্বে তিনি কোটা সংস্কারের দাবিতে আন্দোলন, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি খালেদা জিয়াকে গ্রেফতার করিনি। আদালত তাকে সাজা দিয়েছে। ১০ বছরের মধ্যে তারা প্রমান করতে পারিন যে তারা নিরপরাধ।
তিনি বলেন, তার ছেলের মৃত্যুর পর আমি গিয়েছিলাম। তালা মেরে দিয়েছিল। অন্য কেউ হলে বাইরে থেকে তারা মেরে দিত।
তিনি আরো বলেন, কোন মানবাধিকার সংগঠন শব্দ করে না্ আমি একটি অপরাধ করেছি। একজন নিরপরাধ ফিরোজাকে তার সাথে দিয়েছি।