গণনার আগেই বলতে পারি, ভোটে জিতবে বিএনপি: নোমান

Slider সারাদেশ

115315_noman

ঢাকা:আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীরাই বিজয়ী হবেন বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, ভোট গণনার আগেই বলতে পারি, দুই সিটি নির্বাচনে সরকার কারচুপি না করলে বিএনপি আগেও জিতেছে এবারও জিতবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদের অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নোমান বলেন, দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের ভোট বিএনপিতে যোগ হবে। কিন্তু বিএনপির ভোট আওয়ামী লীগে যাবে না। সেই দিক থেকে ভোট গণনার আগেই আমরা বলতে পারি, দুই সিটি নির্বাচনে সরকার কারচুপি না করলে বিএনপি আগেও জিতেছে এবারও জিতবে।

প্রবীণ এ নেতা বলেন, গাজীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস চলছে। এক্ষেত্রে তাদের (আওয়ামী লীগ) বেলায় আইন অমান্য হচ্ছে না। আর নির্বাচন কমিশন সেখানে দু’চোখে দুই রকম করে দেখচ্ছে। নোমান বলেন, আমি একটি কথা বলেছিলাম। তার জবাব মনে হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিয়েছেন। তিনি বলেছেন, ‘তারেক রহমানকে দেশে ফেরাতে চায় না বিএনপি।’ নোমান বলেন, আমি দুটি মিটিংয়ে আমার ব্যক্তিগত দায়িত্বে এটা বলেছিলামÑ আমি মনে করি, দেশনায়ক তারেক রহমানের এখন দেশে আসা উচিত না। তার দেশে আসার যে পরিস্থিতি, সেটা এ মুহূর্তে নেই। কারণ উনি দেশে কেনো আসবেন? মিথ্যা মামলায় ১০ বছরের জেলখাটার জন্য? তার নিজের জীবনকে শঙ্কার মধ্যে ফেলে দেয়ার জন্য? মিথ্যা মামলায় কারাভোগ কিংবা জীবনকে ঝুঁকির মধ্যে ফেলার জন্য তার এখন আসার দরকার নেই। আজকে প্রযুক্তির যুগে, তার সঙ্গে আমাদের যে যোগাযোগ হচ্ছে, সেই যোগাযোগের প্রেক্ষাপটে তার নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রামকে গড়ে তুলছি। আরো বলিষ্ঠভাবে গড়ে তুলতে পারবো। নোমান বলেন, বৈঠকের আন্দোলনের মধ্যে দিয়ে সম্ভব না হলে রাস্তার আন্দোলনের মধ্যদিয়ে বর্তমান সরকারের পতন ঘটানো সম্ভব হবে। সময় সবাইকে সে আন্দোলনেই টেনে নিয়ে যাবে। তিনি বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। এরপরে সহায়ক সরকার হোক বা আলোচনার মাধ্যমে সংবিধানে নতুন ধারা সৃষ্টি করে হোক; সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবেÑ যাতে জনগণ নির্বাচনে নির্বিঘেœ অংশগ্রহণ করতে পারে। আয়োজক সংগঠনের সহ-সভাপতি ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *