নাইজেরিয়ায় চার্চে হামলা: দুই ধর্মযাজকসহ নিহত ১৯

Slider সারাবিশ্ব

120836nige

নাইজেরিয়ায় একটি চার্চে হামলা করেছে বন্দুকধারীরা। মঙ্গলবার এই হামলায় দুই ধর্মযাজক সহ ১৯ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, নাইজেরিয়ার বেনু প্রদেশের মিডল বেল্টের এমবালোম গ্রামে সেন্ট ইগনাটিয়াস চার্চে প্রার্থনারতদের ওপর এই হামলা চালানো হয়।

পুলিশের মুখপাত্র বলেছেন, হামলাকারীরা যাযাবর ফুলানি রাখাল গোষ্ঠীর লোকদের ছদ্মবেশে এই হামলা চালায়। সে সময় তারা প্রায় ৫০টি ঘরও পুড়িয়ে দেয়।

তিনি বলেন, আমরা খুব শিগগিরই তাদের ধরতে পারবো বলে আশা করছি। মঙ্গলবারের ওই হামলার কয়েকদিন আগে বন্দুকধারীরা মিডল বেল্ট এলাকার ১০ জন বাসিন্দাকে হত্যা করেছে।

এদিকে, স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ২০১৩ সাল থেকে ফুলানি গোষ্ঠী ও সংখ্যাগরিষ্ঠ কৃষক শ্রেণির খ্রিস্টানদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। এর আগে ভয়াবহ হামলা চালিয়ে কৃষকদের ওই এলাকা ছাড়া করে ফুলানিরা।

প্রসঙ্গত, নাইজেরিয়ায় চলতি বছরের জানুয়ারিতে রাখাল গোষ্ঠী ও কৃষক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭২ জন নিহত হন।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *