‘নির্বাচনে প্রার্থী না হয়ে গলফ খেলা উচিত ট্রাম্পের’

Slider সারাবিশ্ব

152028trm-iv

আগামী নির্বাচনে ট্রাম্পের প্রার্থী হওয়া উচিত না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে তার উচিত গলফ খেলা, জীবনকে উপভোগ করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক স্ত্রী ইভানা ট্রাম্প এই মন্তব্য করেছেন।

পেইজ সিক্স নামে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শনিবার তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ট্রাম্প ঘোষণা দেন, তিনি ২০২০ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ জন্য তিনি তাঁর সাবেক তথ্য ব্যবস্থাপক ব্রাড পার্সকেইলকে ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছেন।

সাক্ষাৎকারে ইভানা বলেন, ট্রাম্পের জন্য প্রেসিডেন্ট পদে প্রতিযোগিতা করা জরুরি নয়। তাঁর একটা সুন্দর জীবন এবং সবই আছে। আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বয়স হবে ৭৪ বছর। এ বয়সে তার উচিত হবে গলফ খেলা, জীবনকে উপভোগ করা।

ইভানা বলেন, ২০১৬ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে নিউইয়র্কের এ ধনকুবেরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে কোনো ধারণা ছিল না।

তিনি বলেন, আমার মনে হয় তার খুব সামান্য স্বাধীনতা আছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে কী কী করতে হয় তা তিনি সব জানেন বলে আমি মনে করি না। প্রেসিডেন্টকে অনেক তথ্য জানতে হয়, পুরো বিশ্ব সম্পর্কে খবর রাখতে হয়।

প্রসঙ্গত, ১৯৯২ সালে মারলা ম্যাপলস নামে এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের কথা ফাঁস হওয়ার পর ট্রাম্পের সঙ্গে ইভানার ছাড়াছাড়ি হয়ে যায়।

সূত্র: দ্য নিউজউইক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *