কুড়িগ্রাম: জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো কুড়িগ্রাম জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮।
শনিবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় কুড়িগ্রাম পুলিশ লাইনস মাঠে আয়োজিত প্রতিযোগিতাটি উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের পুনাক সভাপতি শারমিন আক্তার খান।
এতে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
জমকালো উদ্বোধন অনুষ্ঠান শেষে ২০টি ইভেন্টে অংশ নেন পুলিশ সদস্যরা ও তাদের পরিবার।
পরে সন্ধ্যা ৬টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা