মাসুদ পারভেজ কাপাসিয়া প্রতিনিধি (গাজীপুর) কাপাসিয়ায় বাধা উপেক্ষা করে সভা করেছে কৃষক লীগ। শুক্রবার উপজেলার কড়িহাতা উচ্চ বিদ্যালয় মাঠে সভার আয়োজন করা হয়।
সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের এ সভায় শিক্ষার্থীসহ হাজারো মানুষ যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা গ্রাম বাংলা নিউস২৪.কম কে জানান পূর্ব নির্ধারিত ওই সভার বিরুদ্ধে অবস্থান নেয় ছাত্রলীগ। পরে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে সকাল থেকেই বিভিন্ন এলাকার শত শত মানুষ বিদ্যালয় মাঠে আসতে থাকেন। আশপাশে বেশ কয়েকটি বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বেলা সোয়া ১১টার দিকে সভা শুরু হয়। মঞ্চে আসেন কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা ও তাজউদ্দীন আহমদের ভাগিনা আলম আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক নাসির, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য শাহ জানে আলম কনক, উপজেলা কৃষক লীগের সভাপতি আইন উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু, সিনিয়নযুঘ্নসাধারন সম্পাদক হাফিজুল হক ও সাবেক ভিপি চৌধুরী আইয়ুব প্রমুখ।
এভাবে সভা চলে পৌনে এক ঘণ্টা। পরে ইউএনও মাকছুদুল ইসলাম ও কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক তাদের বুঝিয়ে সভা সমাপ্ত করেন।