ডিমলা সংবাদ

Slider সারাদেশ

4
মোঃ জাহিদুল ইসলাম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: গত ১৭ এপ্রিল ডিমলা উপজেলা নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের ঘাটের পাড় এলাকার মহিলা মুদির দোকানদার লিপি বেগম, স্বামী- আনোয়ার হোসেন কে বাড়ীতে কেউ না থাকায় একই এলাকার সাইদুল ইসলাম, পিতা- মৃত: জমছের হোসেন, উল্লেখিত সাইদুল লিপির দোকানে খরচ নিয়ে লিপির বাসায় ঢুকেন। বাড়ীতে কেউ না থাকায় লিপি বেগমের শালীনতা নষ্ট করার চেষ্টা করলে সে মুহুর্তে তার স্বামী ও এলাকাবাসী যুবক সাইদুল কে আটক করে রাখেন।

এ ঘটনায় সাইদুল এর লোকজন তাৎক্ষনিক গয়াবাড়ী ইউনিয়নের আনোয়ার হোসেন, পিতা- সোহরাব হোসেন কে খবর দিলে তারা ৩০/৩৫ জনের একটি দল মোটর সাইকেল যোগে দ্রুত ঘটনাস্থলে পৌছেন এবং লিপি বেগমের দোকান ও বাড়ীঘর ভাংচুর করেন দোকানে রাখা ৫২,৫০০/- (বায়ান্ন হাজার পাঁচশত) টাকা এবং আটককৃত যুবককে ছিনতাই করে নিয়ে যায় ও লিপি বেগমের শিশু পুত্র লেমন, আকাশকুড়ি ঘাটের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র সহ লিপি বেগমের দুই মেয়ে সুমি ও মুন্নি, লিপি বেগমের স্বামী সহ ৬ জনকে প্রচন্ড মারপিট করেন এতে ৬ জন আহত হয়। আহতদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ডিমলা থানায় ১৯ জন সহ অজ্ঞানামা ১৫ জনকে আসামী করে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে লিপি বেগম সংবাদকর্মীকে জানান। ঘটনাস্থলে গিয়ে জানা যায় শিশু লেমনকেও প্রচন্ড মারপিট করে ও লিপি বেগমের একটি মেয়েকে মাটিতে ফেলে কয়েকজন যুবক তাকে বেধরভাবে লাথিগুড়ি মারে। গুরুত্বর আহত শিশু লেমন কে এলাকার এম.পি, ইউএনও এবং পুলিশকে দেখায় লিপির মা অফিজা বেগম প্রতিবেদককে জানায় বাবা আমরা গরীব মানুষ আমাদের মামলা করলেও সঠিক বিচার হবে কি না জানি না।
ডিমলায় ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কার্যক্রম শুরু-

ঘরে ঘরে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত মুক্তিযুদ্ধের স্বপ্নলক্ষ্য, বাস্তবায়ন এবং ইতিহাসকে সংরক্ষণ বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করবার প্রত্যাশায় গঠিত একাত্তরের সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রী কমিটি সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক নিবন্ধন লাভ করেছেন। দেশের সকল জেলা, উপজেলায় এ সংগঠনের কমিটি গঠনের কার্যক্রম চলছে। সম্প্রতি ডিমলা উপজেলার এ সংগঠনের একটি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন -একাত্তরের সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রী কমিটির প্রচার সম্পাদক আব্দুল খালেক ছিলেন। তিনি বলেন ২০০১ সালের ৭ মার্চ আমাদের এ কমিটির যাত্রা শুরু করে এবং ২০১৭ সালে জামুকা কর্তৃক নিবন্ধন লাভ করেন, যাহার নং- ২৩৯/১৭ ইং। এ কমিটির কেন্দ্রী সভাপতি- মোহাম্মদ আলী ও সম্পাদক মোঃ মোস্তফা ফরাজি, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল। প্রচার সম্পাদক বলেন আমরা সারা দেশের জেলা, উপজেলায় সহযোগি মুক্তিযোদ্ধা সংগঠন গড়ে তুলবো এর মাধ্যমে মুক্তিযুদ্ধের লক্ষ্য, স্বপ্ন এবং চেতনা বাস্তবায়নে আমরা সহযোগি মুক্তিযোদ্ধারা আমাদের সংগ্রাম চালিয়ে যাব এবং বঙ্গবন্ধুর স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবই। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাবলু রহমান, শ্রী সুকুমার চন্দ্র রায়, সিরাজুল ইসলাম, আছফর আলী, আজিজুল ইসলাম ও ডিমলা রির্পোটার্স ইউনিটির সভাপতি মোঃ বাদশা সেকেন্দার ভুট্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি প্রবীন সাংবাদিক বাবু নিরঞ্জন দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *