শেখ হাসিনাকে হত্যা পরিকল্পনার কথা জানিয়েছেন শাহনূর

টপ নিউজ

image_160004.shahnurপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে আসাম পুলিশকে বিস্তারিত জানিয়েছেন পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হওয়া জামায়াতুল মুজাহিদিন সদস্য শাহনূর আলম। রবিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
গত শুক্রবার গভীর রাতে শাহনূরকে আসামের নলবাড়ি জেলার লবকুচি গ্রাম থেকে গ্রেফতার করে আসাম পুলিশ। পরে তাকে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এনআইএ) হাতে তুলে দেয়া হয়।
গত মাসে শাহনূরের স্ত্রী সুজিনা বেগমকে আসামের গুয়াহাটি থেকে এক নাবালক ছেলেসহ গ্রেফতার করে পুলিশ। শাহনূর গ্রেফতার হওয়ার পর পরিচয় নিশ্চিত করতে স্ত্রীকে দিয়ে তাকে শনাক্ত করা হয়। শনিবার শাহনূরকে আসামের কামরূপ আদালতে তোলা হয়। আদালত তাকে ১৪ দিনের পুলিশি রিমান্ডে দিয়েছেন।
এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, “জামাআতুল মুজাহিদীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা এবং অভ্যুত্থানের মাধ্যমে ‘বৃহত্তর ইসলামিক বাংলাদেশ’ তৈরির পরিকল্পনা করছিল।”
এদিকে বর্ধমানে বিস্ফোরণ ঘটনায় বাংলাদেশের কাছে তথ্য পাঠাবে ভারত। এর ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে শাহনুরকে জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ আইনশৃঙ্খল বাহিনীর প্রতিনিধি দল কলকাতা আসবে কি না।
শাহনূরকে গ্রেফতারের জন্য এর আগে পাঁচ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা। গত ৮ নভেম্বর আরেক আসামি সাজিদকে গ্রেফতারের পর শাহনূরের গ্রেফতারে দেশটির বড় সাফল্য হিসেবে দেখছে গোয়েন্দারা।– টাইমস অব ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *