সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে দায়ের করা মামলা আগামী দুইদিনের মধ্যে প্রত্যাহার না হলে পুনরায় আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি উপাচার্যের বাসায় হামলায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
গত সপ্তাহে ওই আন্দোলন চলাকালে ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের বাসায় হামলাসহ বিভিন্ন বিষয়ে চারটি মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ।
এতে নিজেদের বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি চক্রান্তকারী মহল আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী যখন ছাত্র সমাজের ক্ষোভের কথা বুঝতে পেরে দাবি মেনে নিয়েছেন তখন একটি মহল এটি বানচালের চেষ্টা করছে।
এ ছাড়া এ সংবাদ সম্মেলন থেকে আজ সোমবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়েও আপত্তি তোলা হয়। বলা হয়, আমরা কোনো বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই।
সংবাদ সম্মেলন আরো বক্তব্য রাখেন, আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হাসান।