কোটা সংস্কারের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ৭টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। সকাল ১১টায় ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান ও বিক্ষোভ, সকল ক্লাস ও পরীক্ষা বর্জনসহ প্রয়োজনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখবেন তারা।