এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
মুক্তিযোদ্ধা কোটা ৩০% বহাল রাখার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের লোকজন। অন্যদিকে একই দাবিতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মৌসুমী আফরিদার হাতে স্মারকলিপি পেশ করা হয়।
মঙ্গলবার (১০ এপ্রিল) বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ: মান্নানের হাতে স্মারকলিপি পেশ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে রেশাল উদ্দীন, আব্দুস সোবহান, সলেমান আলী সহ সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের লোকজন স্মারকলিপি জমা দেন। রাণীশংকৈলে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আঃ মালেক, আবু সুফিয়ান সহ সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের লোকজন স্মারকলিপি জমা দেন।
মুক্তিযোদ্ধাদের চাকুরীর বয়স না থাকায় সন্তান, নাতি-নাতনিদের ক্ষেত্রে সরকার ৩০% কোটা বহাল রাখেন। যা বাতিলের জন্য একটি মহল আন্দোলন করছে। তারই প্রতিবাদ জানিয়ে এবং কোটা বহাল রাখার দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।