স্বপ্নের শহর তরিকুল ইসলাম

Slider সাহিত্য ও সাংস্কৃতি

received_118714458980300

স্বপ্নের শহর
তরিকুল ইসলাম

চলবে গাড়ি সাড়ি সাড়ি,রাস্তা মশৃণ পাকা,
বিভিন্ন গাছ থাকবে পাশে,ফুটপাত রবে ফাঁকা।
হাটবে পথিক আপন মনে,থাকবে বিশ্রামাগার,
প্রয়োজন মত সুবিধা থাকবে,উম্মুক্ত জন্য সবার।

মোড়ে মোড়ে দোকান থাকবে,রবে না এলোমেলো,
রাত্রিবেলা মনোমুগ্ধকর,জ্বলবে রঙিন আলো।
যার এলাকায় থাকবে ময়লা,তার হবে জরিমানা,
ডাস্টবিনেতে ফেলতে হবে,আছে যতো আবর্জনা।

ইচ্ছামত মাইক,হর্ণ বাজিয়ে কেউ চলতে পারবে না,
যেখানে সেখানে ফাকা পেলে পোস্টার লাগাবে না।
বিভিন্ন স্থানে টাঙানো থাকবে সঠিক সময় ঘড়ি,
সময়ের গাড়ি সময়েই যাবে হবে না কখনো দেরি।

দায়িত্ব গদিতে সেই বসবে,যে সময় সচেতন,
যেখানে সেখানে হৈ হুল্লোড়,থাকবে না বাজে আচরণ।
যত টাকাই লেনদেন হোক,রশিদ নিতে হবে,
কোথায় দেবো,কেনো দেবো,বিস্তারিত লেখা রবে।

মাকড়শার জালের মত ঝুলবে না এতো তার,
এতো টাকা বেতনে আদর যত্নে কি কাজে দেশি ইঞ্জিনিয়ার!
তোমার বাড়ি,তোমার জায়গা দেশটা শুধু তোমার নয়,
এমনভাবে বাড়ি করো,যেনো কারও অসুবিধা না হয়।

খাবার দিলে বসার মত জায়গা দিতে হবে,
শিশুদেরকে নিয়ম শেখাও এরাই তো বড় হবে।
কোন অপরাধ প্রমাণ হলে বিচার দ্রুত হবে,
কর্মের ফল সময়মত অবশ্যই সে পাবে।

যোগ্যতায় পদ পাবে টাকার জোরে নয়,
সততায় সাহস থাকে-রবে না মনে ভয়।
আমার স্বপ্ন আমি সাজাই,সাহযোগীতা চাই সবার,
গরীব-দুঃখী সবার মুখে তুলে দিবো খাবার।

আমার বাড়ির জানালার কাচে থাকবে না দামি পর্দা,
কে কি হালে,কিভাবে চলে,নজর রাখবো সর্বদা,
কথা কম আর কাজ হবে বেশি,থাকবে সবার ঠোটের কোণে হাসি।

“যেথা অযোগ্যের অবাধ বিচরণ,
সেথা যোগ্যের বৃথা মৃদু আলোড়ন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *