কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

Slider জাতীয়

112803_a-2

ঢাকা:কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ দুপুরে রাজধানীর ধানমন্ডি ও বাড্ডা নতুন বাজার এলাকায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। মোহাম্মদপুর রামচন্দ্রপুর এলাকায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে একই দাবিতে আন্দোলন করেন। রাজধানীর কুড়িল-বিশ্বরোড বসুন্ধরা গেট, নর্দা-প্রগতি সরণি অবরোধ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ওই এলাকায় অবস্থান নিয়েছেন। একই দাবিতে রামপুরায় আন্দোলন করছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব সড়কে শিক্ষার্থীদের অবরোধের মুখে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *