আটকদের মুক্তি না দিলে সারা দেশে দাবানল ছড়িয়ে পড়বে

Slider জাতীয়

132029kalerkantho

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে বলেও জানিয়েছেন তারা।

আজ সোমবার বেলা ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেবির সামনে সংবাদ সম্মেলন করেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান। তখন তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বলেন, কোটা সংস্কারের দাবিতে গত ১৭ মার্চ থেকে আমরা ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করে আসছি। গতকাল রবিবার সপ্তম কর্মসূচি হিসেবে আমরা গণপদযাত্রার আয়োজন করি। কিন্তু পুলিশ এতে হামলা চালায়। আমরা এর নিন্দা জানাই।

তিনি আরো বলেন, আজ দুপুরের মধ্যেই আটক ব্যক্তিদের মুক্তি দেন। তা না হলে আন্দোলনে দাবানল সারা দেশে ছড়িয়ে পড়বে।

ভিসির বাসভবনে হামলার বিষয়ে তিনি বলেন, ওই হামলার সঙ্গে কোনো আন্দোলনকারী জড়িত নয়। হামলাকারীরা বহিরাগত।

গতকাল রবিবার শিক্ষার্থীরা গণপদযাত্রা কর্মসূচি পালন করে শাহবাগে অবস্থান নিলে পুলিশ ও ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে বহু শিক্ষার্থী আহত হয় এবং পুলিশ আটক করে। এ ঘটনা বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আবারও আজ রাস্তায় নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *