১৮৬৮ সালে ইথিওপিয়া দখল করে মূল্যবান সম্পদ লুট করে ব্রিটিশ সেনারা। সে সময়কার লুট করা সোনার মুকুটসহ সব সম্পদ ফেরত দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে ইথিওপিয়া।
বর্তমানে লন্ডনের ভিক্টোরিয়া ও আলবার্ট মিউজিয়ামে রয়েছে লুটকৃত এসব সামগ্রী। জাদুঘর কর্তৃপক্ষ ইথিওপিয়াকে এসব সম্পদ স্থায়ীভাবে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে দীর্ঘমেয়াদে ধার দেয়ার কথা বলছে। তবে ইথিওপিয়া কর্তৃপক্ষ স্থায়ীভাবে ফেরতের দাবিতেই অটল রয়েছে।
১৮৬৮ সালে রাজা দ্বিতীয় টেউড্রসের সময় ইথিওপিয়ার মেকদেলা শহর দখল করেন ব্রিটিশরা। তারা এ সময় যাবতীয় মূল্যবান সামগ্রী লুটপাট করে, যার মধ্যে ছিল রাজার সোনার মুকুট, পানীয় পরিবেশনের পেয়ালা ও রাজকীয় বিয়ের পোশাক।
২০০৭ সালে প্রকৃত মালিক হিসেবে ইথিওপিয়া সরকার সম্পদগুলো ফেরত পেতে একটি ক্ষতিপূরণের মামলাও করে।
ইথিওপিয়ার দাবি, এ সম্পদগুলোর প্রকৃত মালিক ইথিওপিয়ার জনগণ। যারাই এ সম্পদ লুট কিংবা চুরি করুক না কেন, এগুলো মূল মালিকের কাছে ফেরত দেওয়াই ন্যায়সঙ্গত।