ফুলবাড়ীতে জমি-জমা নিয়ে সংঘর্ষে আহত ১০

Slider রংপুর

Kurigram-logo

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বিলুপ্ত ছিটমহলের ছোট কামাত গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় ছোট কামাত গ্রামের আশরাফুল আলমের সঙ্গে প্রতিবেশী বুলবুল আহম্মেদের সাড়ে ২১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে আশরাফুল ব্যবসায়ীক কাজে নাগেশ্বরী যাওয়ার পথে বুলবুলের বাড়ির সামনের রাস্তায় হামলা চালায়। খবর পেয়ে আশরাফুলের পরিবারের লোকজনও ঘটনাস্থলে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছে- আশরাফুল (৩৩), শারমিন বেগম (২৫), আমজাদ হোসেন (৩০), জাকির হোসেন (৩২), মোর্শেদা বেগম (২৮), শাহনাজ পারভীন (১৪), বুলবুল (৩৫), আমিরুল (৩৩), মনতোষ (৩০) এবং সোনা মিয়া (৩৫)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষের খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *