শীর্ষ ত্রিশ বাঙালির তালিকায় রুনা লায়লা

Slider বিনোদন ও মিডিয়া

15532

 

 

 

 

 

 

 

 

 

 

অসংখ্য গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা।  এবার শীর্ষ ত্রিশ বাঙালির তালিকায়ও জায়গা করে নিলেন তিনি।  উইকিপিডিয়া সম্প্রতি নিজ নিজ মেধা এবং কাজ দিয়ে সেরা হিসেবে প্রমাণিত শীর্ষ ৩০ বাঙালির নাম প্রকাশ করেছে।  আর এই নামগুলোর মধ্যে স্থান পেয়েছেন রুনা লায়লা।

ত্রিশজনের এ তালিকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অমর্ত্য সেনদের পাশাপাশি স্থান পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ সঙ্গীতশিল্পী। বিষয়টি বাংলাদেশের জন্য বেশ গর্বের।  এমন গর্বিত বিষয় প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘আমার তো শুরুতে বিশ্বাসই হয়নি, শীর্ষ ত্রিশজনের মধ্যে আমার নামও আছে।  কারণ এ তালিকায় বিশ্বখ্যাত যাদের নাম রয়েছে, তাদের পাশে আমার নামও আছে দেখে বিস্মিত হয়েছি।  এ ভালোলাগা সত্যিই প্রকাশের মতো নয়।  আমি কৃতজ্ঞ আমার সব ভক্ত, দর্শক, শ্রোতাদের প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *