চার নতুন ড্রিমলাইনার যুক্ত হচ্ছে বিমানবহরে

Slider জাতীয়

303399_122

 

 

 

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে শিগগিরই বোয়িংয়ের তৈরি চারটি ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান যুক্ত হতে যাচ্ছে। নতুন প্রজন্মের এ চারটি ড্রিমলাইনারের নামকরণ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নামগুলো পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে। চারটি উড়োজাহাজের নাম হচ্ছে— আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস। বৃহস্পতিবার রাতে এই তালিকা পাঠানো হয়েছে। এরআগে শতাধিক নাম থেকে ৪০টি নাম পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেগুলো থেকে চারটি নাম পছন্দ করেন তিনি।

এদিকে ড্রিমলাইনার বিমানগুলো পরিচালনার জন্য ১২ পাইলটকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে।

শিগগিরই এ চারটি ড্রিমলাইনার বিমানবহরে যুক্ত হবে। এর মধ্যে প্রথম সর্বাধুনিক বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র থেকে আসছে এ বছরের আগস্টে। দ্বিতীয়টি আসছে নভেম্বরে। বাকি দুটি ড্রিমলাইনার আসবে ২০১৯ সালের নভেম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *