গাড়ি দূর্ঘটনার শিকার হলেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তার অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন তিনি। যাত্রাপথেই দূর্ঘটনার শিকার হন তিনি। এ সময় বাপ্পির সঙ্গে একই গাড়িতে বঙ্গবন্ধু পরিবারের তনয় শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফসহ ফটোগ্রাফার রিয়াজ আহমেদসহ আরো কয়েকজন ছিলেন।
রিয়াজ আহমেদ জানান, শুক্রবার রাত আটটার দিকে গোপালগঞ্জ জেলার কালিনী থানার গোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বাপ্পি হাতে পায়ে ও কাঁধে বেশ আঘাত পেয়েছেন। পরে বাপ্পিকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই তার চিকিৎসা চলছিল।
একটি বাইক ও কারকে সাইট দিতে গিয়ে এ দূর্ঘটনার শিকার হন বাপ্পি। এ সময় বাপ্পির গাড়ি রাস্তা ছেড়ে পাশের গর্তে পড়ে যায়। আঘাত মারাত্বক না হলেও জখম হয় তার শরীর।
তবে বড় কোন ক্ষতি হাত থেকে বেঁচে গেছেন এ নায়ক। দেশবাসী এবং ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন তিনি।