ঢাকা: ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে দগ্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার ছাত্রই মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহীন মিয়া ও হাফিজুর রহমানের পর আজ শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে দীপ্ত সরকার মারা যান। ২৫শে মার্চ সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন তারা। ঘটনাস্থলে মারা যান তাওহীদুল ইসলাম তপু। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
তারা কুয়েটের বস্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। ভালুকায় স্কয়ার ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় ইন্টার্ন করতে এসেছিলেন।