একেই বলে সার্থকনামা। ক্যারিবিয়ান তারকা ড্যারেন স্যামির নামের সংক্ষিপ্ত রূপটা তার অন্য পরিচয় বলে দেয়। তিনি সত্যিই তো একন ডিজে! ক্রিকেটের পাশাপাশি নাচে গানে মাতিয়ে রাখতে স্যামির জুড়ি নেই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ‘চ্যাম্পিয়ন’ গানের সঙ্গে মন মাতানো সেই নাচ ক্রিকেটবিশ্বে বিখ্যাত হয়ে আছে। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মঞ্চেও দেখা গেল স্যামির ‘সঙ্গীত সন্ধ্যা’।
গতকাল শেষ হওয়া পিএসএলের এবারের আসরে পেশোয়ার জালমিকে নেতৃত্ব দিয়েছেন স্যামি। দলকে ফাইনালে তুলেছেন। তবে টানা দ্বিতীয়বারের মত শিরোপা ধরে রাখতে পারেনি পেশোয়ার। তাদের ৩ উইকেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে ইসলামাবাদ ইউনাইটেড। হেরেও যেন কোনো দুঃখ নেই ক্যারিবীয় তারকার। এমনিতেই ক্যারিবীয়রা সবসময় আনন্দে থাকতে পছন্দ করে। গতকাল ফাইনাল হেরেও তাই স্যামির নেতৃত্বে ‘ল্যাপ অব অনার’ দেয় পেশোয়ারের ক্রিকেটাররা!
শুধু তাই নয়, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দেখা যায় ‘সঙ্গীতজ্ঞ’ স্যামির পারফর্মেন্স। রীতিমত দুই গিটারিস্টকে সঙ্গে নিয়ে নেচে গেয়ে করাচির ফাইনাল জমিয়ে দেন তিনি। সেই পারফরমেন্সের ছবি-ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা দাবি তুলেছে, স্যামিকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়ার। পেশোয়ার জালমির টুইটার অ্যকাউন্ট থেকেও বেশ কিছু ছবি শেয়ার দিয়ে ‘দুর্দান্ত যোদ্ধা স্যামি’কে স্যালুট দেওয়া হয়েছে। উল্লেখ্য, জঙ্গি আক্রান্ত পাকিস্তানে ক্রিকেট ফেরাতে সবসময়ই ইতিবাচক কথা বলে আসছেন স্যামি।