২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে শ্রীপুরে অনলাইন প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা

Slider গ্রাম বাংলা

29341247_2069044549976481_455547222_nআব্দুল্লাহ আল মামুন, ষ্টাফ রিপোর্টার (গাজীপুর):
২৫ মার্চ গণহত্যা, ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুর অনলাইন প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ সন্ধ্যা ৭ টায় উপজেলার মাওনা চৌরাস্তা শ্রীপুর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শ্রীপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোতাহার খানের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দরা গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের গুরুত্বারোপ করেন, সেই সাথে ২৫ মার্চ কালোরাত্রে নির্মমভাবে নিহত হওয়া লেখক,সাংবাদিক, শিক্ষক, আইনজীবি, ডাক্তার ও বুদ্ধিজীবিসহ সেই রাতে নিহত সকল শ্রেণীর মানুষের আত্মার মাগফেরাত কামনায় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্রীপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জামাল উদ্দীনের আশু রোগমুক্তি কামনা করে ক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ দোয়া পরিচালনা করেন।

আলোচনায় অংশ নেন, ক্লাবের সহ সভাপতি সোলায়মান মোহাম্মদ, যুগ্ম সম্পাদক তানজিদ আশরাফ, সহ সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান, অর্থ সম্পাদক সাইফুল আলম সুমন, দপ্তর সম্পাদক ইমরান হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদ চৌধুরী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *