প্রেমহীন মানুষ আমি,

Slider সাহিত্য ও সাংস্কৃতি

29473008_2052967121629245_4600843553877262336_n

 

 

 

 

 

 

 

 

প্রেমহীন মানুষ আমি

———————-কোহিনূর আক্তার

আমি প্রেমহীন মানুষ প্রেমকে খুঁজিনি কখন

প্রেমের করেছি পূজা ঘন বর্ষণ ও তখন ,

হৃদ আমার দণ্ডিত হয় প্রেম ছুঁয়ে যায় যখন ।

আমি আঁধারকে ভেদ করেছি প্রেম ছোঁব বলে

স্বর্গ দূত বার বার ভাসিয়ে দেয় প্রেমের গহীন জলে।

প্রেম আমি চিনি না তবুও

শত বছর প্রেমে উঠানে নিত্য করি হৃদ বিষাদের কলে ।

আমি পাথর চিঁরে করেছি নালা অগ্নি বীণার নিত্য তালে।

তুমি কি আসবে আমার প্রেম ভীক্ষারি শরৎ হয়ে ?

প্রেমকে করেছি রুদ্ধ কষ্টের শ্বেত পাথরের দ্বারে যেয়ে ।

আমি পারি না ধূ ধূ পাথারে একলা লাঙ্গল বইতে ,

আমার প্রেম অগ্নি ন্যায় রক্ত

যা পারবে না তুমি ঠুনকো মনে সইতে।

প্রেম তীক্ষ্ম তীর পারবে কি তা মানতে ?

প্রেম দীক্ষায় মনেতে মন বসিয়ে

লাল কালো রঙে দীর্ঘ চুক্তিতে

সই করতে হয় তা কি তুমি জানতে ?

আসতে যদি আমার অধীরে তুমুল প্রেমে ঢেউ,

তুমি আমার জনম পাখি বুজতো না তো কেউ ।

২১/৩/১৮ °°°°°°°°°°°°°

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *