নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহতদের জানাজা হবে বাংলাদেশের আর্মি স্টেডিয়ামে। এজন্য ইতোমধ্যে স্টেডিয়ামে নিহতদের স্বজনরা উপস্থিত হয়েছেন। স্বজনরা কান্নায় ভেঙে পড়ছেন। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠছে স্টেডিয়াম।
জানা যায়, দেশে নিহতদের প্রথম জানাজা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জানাজায় সর্ব সাধারণরা অংশ নিতে পারবেন। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
গত ১২ মার্চ ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। এতে ৫১ যাত্রীর প্রাণহানি ঘটে। এর মধ্যে ২৬ বাংলাদেশি নিহত ও ১০ বাংলাদেশি আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে নেপালের বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ৬ বাংলাদেশিকে রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।