ক্ষমা চাইলেন রুবেল; স্বান্ত্বনা দিলেন সবাই

Slider খেলা

134648rubelআরও একটি ফাইনাল। আরও একটি আবেগের হারের স্বাদ নিল বাংলাদেশ। নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটের এই পরাজয়ের পর বেশিরভাগ মানুষই একরকম জয়ী ঘোষণা করেছেন সাকিবদের। আসলে দুর্দান্ত পারফর্মেন্সে সবার মন জিতে নিয়েছে টাইগাররা। তাই ম্যাচ শেষে সোশ্যাল সাইটে রুবেল হোসেন ক্ষমা চাইলেও তার প্রতি সহানুভূতিশীল হলেন সবাই।

ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রুবেল লিখেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারনে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।’

১৯তম ওভারে এই রুবেলের দেওয়া ২২ রানেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। কিন্তু এই রুবেলই তো বাংলাদেশকে স্লগ ওভারে কত জয় এনে দিয়েছে। তার এই অবদানের কথা সমর্থকরা ভুলেননি। তাই রুবেলের পোস্টে বয়ে গেল সহানুভূতির জোয়ার। সবাই স্বান্ত্বনা দিলেন রুবেলকে। বললেন, ‘নো প্রবলেম, আবার হবে।’

আরিয়ান সামি লিখেছেন, ‘সামনে অনেক সুযোগ আসবে, আজ তো বুক চেপে ধরেছিলেন, একদিন মেরেই ফেলবেন ইনশাল্লাহ। আর সেটা আপনার কাছ থেকেই আসবে ইনশাল্লাহ।’

ফাতিন আহমেদ রাশা লিখেছেন, ‘বাংলাদেশের শেষ ওভারগুলার ভরসা কিন্তু আপনিই। একটা ট্রাই নেশন কাপই তো!!! ইনশাআল্লাহ সামনের বিশ্বকাপ বাংলাদেশ ঘরে তুলবে আপনার হাত ধরেই।’

ওয়াহাব আমির নামে একজন লিখেছেন, ‘রুবেল ভাই, জাস্ট কুল ডাউন! সবকিছু ঠিক আছে! কিচ্ছু হয়নি! খেলায় এমনটা হতেই পারে। এবার লাক আমাদের সাথে ছিল না,কিন্তু সামনে থাকবে! তাছাড়া আমরা শুধুমাত্র ম্যাচটাই হারছি, বাকি সবদিক থেকে কিন্তু আবার আমরাই জিতছি। জাস্ট কুল ডাউন ভাই! ঐ রকম কঠিন সিচুয়েশনে একটা বোলার এবং ব্যাটসম্যান যে কি পরিমাণ প্রেসারে থাকে সেটা বাইর থেকে ফিল করা মুশকিল! আপনি ভাই আপনার খেলা চালিয়ে যান। আমরা সবসময় আপনার সাথে, তথা পুরো বাংলাদেশ দলের সাথে আছি,পাশে আছি!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *