ঝালকাঠীর রাজাপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

Slider বরিশাল

17327928_620563708126980_386187540_n

 

 

 

 

 

 

 

জহির উদ্দিন বাবর, ঝালকাঠি প্রতিনিধি। বাঙালী ও বাংলার স্বপ্নদ্রষ্টা ও স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ। স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা। যিনি স্বাধীন একটি পতাকা অর্জনের লড়াইয়ে দীর্ঘ আটাশ বছর মুক্তি সংগ্রাম করেছেন।

মহান এই নেতার ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭মার্চ) সকাল ৭টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্যর অর্পণ এর মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৮টায় শিশু সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল এর সভাপতিত্ত্বে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনির শিশু-কিশোর সমাবেশে বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মিলন মাহমুদ বাচ্চু, সাধারণ সম্পাদক এ্যাড. খায়রুল আলম সরফরাজ প্রমূখ। এরপর রাজাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। এছাড়া মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থণার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *