রাখি সাওয়ান্তকে নিয়ে নতুন করে আর কী বলার আছে। খবরে থাকতে প্রতিদিনই কোনও না কোনও কাণ্ড ঘটিয়ে বসেন রাখি। তবে এবার আর নাটক করে নয়, বর্তমান সিরিয়ার পরিস্থিতি নিয়ে নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই পরামর্শ দিয়ে বসলেন রাখি।
সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বিগ্ন। গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া। একদিকে রুশ ও অন্যদিকে মার্কিন বাহিনির লাগাতার আক্রমণে প্রাণ যাচ্ছে অগণিত মানুষের। যাদের মধ্যে রয়েছে বহু শিশু। সোশ্যাল মিডিয়ায় প্রায় রোজই রক্তাক্ত শিশুর ছবি ও ভিডিও দেখে অনেকেই আঁতকে উঠছেন। ইতিমধ্যেই সিরিয়ার মানুষদের পাশে দাঁড়িয়েছেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। অনেকেই সিরিয়ার পাশে দাঁড়াচ্ছেন।
এরই মাঝে নরেন্দ্র মোদিকেও সিরিয়ার পাশে দাঁড়ানোর অনুরোধ করলেন রাখি সাওয়ান্ত। এনিয়ে নিজের বক্তব্য জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রাখি।
তবে রাখির এই পরামর্শ নিয়ে অনেক নেটিজেন তাঁর সমালোচনাও করেন। তাঁদের কাছেও বিশেষ অনুরোধ রেখে একটি ভিডিও পোস্ট করেন রাখি।