ইমরান খানকে জুতা নিক্ষেপ

Slider সারাবিশ্ব

109004_Imran
ঢাকা: এবার পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের প্রতি জুতা নিক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার তিনি গুজরাটে যখন এক জনসভায় বক্তব্য রাখছিলেন তখন জনতার ভিত থেকে কেউ একজন তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে পিটিআইয়ের অন্য নেতা আলিম খানের বুকে। এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, এর দু’দিন আগেও একই ঘটনা ঘটে। তখন ইমরান খান ফয়সালাবাদে একটি রাজনৈতিক র‌্যালিতে বক্তব্য দেয়ার জন্য গাড়ি থেকে নামেন।

অনুষ্ঠানস্থলের দিকে যাত্রা করতেই তার দিকে জুতা ছুড়ে মারে একজন। ওই ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তন্তর করা হয়। এরপর দ্বিতীয় ঘটনা হিসেবে ইমরান খানের ওপর ওই হামলা হয়। দ্বিতীয় ঘটনায় দেখা যায় ইমরান খান একটি মঞ্চে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে বক্তব্য রাখছেন। তার পিছনে দলীয় নেতাকর্মীরা। অকস্মাৎ সামনে থেকে একটি জুতা উড়ে আছে। তা লাগে আলিম খানের গায়ে। ইমরান বক্তব্য দিতে দিতে সেদিকে তাকিয়ে দেখেন। তিনি আলিম খানের গায়ে জুতা লেগে তা মঞ্চের ফ্লোরে পড়ে থাকতে দেখেন। এরপরই বক্তব্য শেষ করে মাইক দিয়ে দেন অন্যদের হাতে। এ ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক ফাওয়াদ চৌধুরী। তিনি অভিযোগ করেন, এসব ঘটনার নেপথ্যে রয়েছে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ। তারাই তাদের দলীয় নেতাকর্মীদেরকে এমন অপরাধে উস্কানি দিচ্ছে। তিনি দাবি করেন, এমন অপরাধ বন্ধে সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত গড়ে তুলতে হবে। এমন ঘটনা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, পিটিআই সহ সব বিরোধী রাজনৈতিক দলের উচিত এর বিরুদ্ধে অবস্থান নেয়া। কারণ, কয়েকদিন আগে শিয়ালকোটে দলীয় নেতাকর্মীদের এক সভায় পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের গায়ে কালি ছিটানো হয়েছে। দলীয় মতবিরোধ সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপরে লাহোরের জামিয়া নিমিয়াতে জুতা নিক্ষেপের কড়া নিন্দা জানিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *