তুরাগে বনভোজনের টাকা না দেয়ায় স্কুল ছাত্রীর আত্নহত্যা

Slider গ্রাম বাংলা
3e8454e2ddd1a9adb02d9b3b904d5386-5958847eacf32
মো: আবু বক্কর সিদ্দিক সুমন ; উত্তরা প্রতিনিধি : রাজধানীর তুরাগে বনভোজনে টাকা না দেয়ায় নিলুফা সরকার (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন। সে তুরাগের আনিস সরকারের মেয়ে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তুরাগের ধরঙ্গারটেক এলাকার লিটনের ভাড়াটিয়া বাসায় এ ঘটনাটি ঘটে।
স্থানিয় ও নিহতের আত্বীয়রা জানান, নিলুফা রানাভোলা এলাকার রাহেলা খাতুন আইডিয়াল স্কুলের এসএসসি পরিক্ষার্থী ছিল। স্কুলের বান্ধবীদের সাথে বনভোজনে যাওয়ার আবদার করেছিল সে। কিন্তু পরিবারের সদস্যরা বনভোজনের ৫০০ টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় অভিমান করে নিজ ঘরের সিলিংয়ের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে নিলুফা। পরে পরিবার সদস্যরা টের পেয়ে দুপুরের দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তুরাগ থানার এসআই সুমন চন্দ্র দাস গ্রাম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *