মো: আবু বক্কর সিদ্দিক সুমন ; উত্তরা প্রতিনিধি :
রাজধানীর উত্তরখানে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৬ মার্চ) উত্তরখান হাই স্কুল গেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন লাবনী আক্তার পপি (১৮) ও রাজু (২৬)।
বুধবার (০৭ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেছে উত্তরখান থানা পুলিশ।
এ বিষয়ে উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখান হাই স্কুলের গেটের সামনে থেকে ১শ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের শরীরের বিভিন্ন স্থান থেকে বিশেষ কায়দায় লুকানো এসব ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর -০৬ বলেও তিনি জানান।