সোহরাওয়ার্দী উদ্যানমুখী মিছিল, ভিড় বাড়ছে

Slider ফুলজান বিবির বাংলা

108008_m-8

 

ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীর বিভিন্নস্থান থেকে মিছিল নিয়ে যোগ দিচ্ছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে সকাল থেকেই নেতাকর্মীরা উদ্যানে আসতে শুরু করে। নিরাপত্তার প্রয়োজনে লাইন দিয়ে প্রবেশ করতে হচ্ছে জনসভাস্থলে। ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ স্লোগান দিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে উদ্যানে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে জনসভাটির আয়োজন করে দলটি।

সভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ১৯৭১ সালের ৭ই মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানেই ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গত বছরের অক্টোবরে এই ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেস্কো)। ইউনেস্কোর স্বীকৃতির পর প্রথমবারের মতো দিনটি উদযাপন করছে আওয়ামী লীগ। এদিকে জনসভাকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ব্যাপক প্রচারণা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো। লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *