ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্যের প্রতিবাদে ও পদবী পরিবর্তন এবং বেতন স্কেল সমন্বয় করার দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি গাজীপুর জেলা শাখা।
তৃতীয় দিনের মত মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের অভ্যন্তরে ওই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ।
সংগঠনের সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা নাজীর আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপদেষ্টা মোঃ হাবিবুল্লাহ, গোলাম রউফ, মোঃ রইছ উদ্দিন, রহুল আমিন, আখতার হোসেন, আজহারুল ইসলাম, আঃ রাজ্জাক, সিরাজ উদ্দোৗলা প্রমূখ।
সংগঠন সূত্রে জানা যায়, চলতি জুন মাসের ৫,৮ ও ৯ তারিখ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ঘন্টা করে কর্মবিরতি পালিত হবে। ১০, ১১ ও ১২ তারিখে ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি হবে। ১৫জুন পূর্নদিবস কর্মবিরতি করে ২১ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালিত হবে।