সিরীয় সংকট: পূর্ব গৌতায় ত্রাণবাহী গাড়িবহর পৌঁছেছে

Slider সারাবিশ্ব

112958East-goutaসিরিয়ার যুদ্ধ কবলিত পূর্ব গৌতায় ত্রাণবাহী গাড়িবহর পৌঁছেছে। জাতিসংঘের একজন মুখপাত্র একথা জানিয়েছেন।

সোমবার আন্ত:সংস্থার ত্রাণবাহী এই গাড়িবহর দৌমায় প্রবেশ করেছে বলে জানা গেছে। ২০১৭ সালের ১৫ নভেম্বরের পর এই প্রথমবারের মতো পূর্ব গৌতায় ত্রাণবাহী গাড়িবহর পৌঁছাল।

এদিকে, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, সোমবার জাতিসংঘ, সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট ও ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের ত্রাণবাহী গাড়িবহর দৌমায় প্রবেশ করেছে। দৌমা শহরটি সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ১০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত।

তিনি জানান, এই গাড়িবহরে ২৭ হাজার ৫শ’ লোকের জন্য প্রয়োজনীয় খাবার রয়েছে। দলটি একইসাথে চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করছে।

সূত্র: সিনহুয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *