অস্কারে সেরা ছবি ‘দ্য শেপ অব ওয়াটার’

Slider বিনোদন ও মিডিয়া

 

the-shape-of-waterঅস্কারের ৯০তম আসরের সেরা ছবির নাম ঘোষণা করেছেন ওয়ারেন বিটি ও ফে ডানঅ্যাওয়ে। এবার তার মুখে সেরা যে ছবির নাম উঠলো তা হল ‘দ্য শেপ অব ওয়াটার’।

পরিচালক গিয়েরমো দেল তোরো তার ছবির শিল্পীদের নিয়ে মঞ্চে আসেন পুরস্কার নেওয়ার জন্য। ওয়ারেন বিটি ও ফে ডানঅ্যাওয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন।

এবার অস্কারে ‘দ্য শেপ অব ওয়াটার’ ১৩টি বিভাগে মনোনয়ন পায়। কিন্তু সেরা ছবি, সেরা পরিচালক, অরিজিন্যাল স্কোর ও প্রোডাকশন ডিজাইন বিভাগে পুরস্কার জিতেছে।

এদিকে অস্কারে মনোনয়ন পাওয়ার পর গল্প চুরির অভিযোগ ওঠেছিল ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির বিরুদ্ধে। কিন্তু চূড়ান্তভাবে সব অভিযোগ পেরিয়ে অস্কারে সর্বোচ্চ চারটি বিভাগে পুরস্কার জিতেছে ছবিটি। এবার অস্কারে সেরা ছবির পুরস্কার পাবে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবিটি, চারদিকে যৌন নিপীড়নের ব্যাপারে যেভাবে চলচ্চিত্রের নারীরা সোচ্চার হয়েছে, তাতে এমনটি ধরেই নিয়েছিলেন অনেকে। কিন্তু তা আর হলোনা শেষ পর্যন্ত।

বাংলাদেশ সময় সোমবার ভোরে  ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর বসেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে। জিমি কিমেল গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *