বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ধীরে ধীরে জড়ো হচ্ছেন বিএনপি ও এর শরীক দলগুলোর নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলবে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষকদল, শ্রমিকদলের নেতাকর্মীরা।