সোলায়মান সাব্বির;গাজীপুর অফিসঃ গাজীপুর জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে লিফল্যাট বিতরন করেছেন গাজীপুর জেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার গাজীপুর জেলা এবং মহানগরের গুরুত্বপুর্ন স্থানে লিফল্যাট বিতরন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দরা। লিফল্যাটের প্রতিপাদ্য বিষয় ছিল শেখ হাসিনার ১৫ হাজার কোটি টাকার দুর্নীতির মামলা প্রত্যাহার/খারিজ বনাম উদ্দেশ্যপ্রনোদিত ভিত্তিহীন মামলায় বেগম খালেদা জিয়ার কারাদন্ড।
এসময় স্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর-১(কালিয়াকৈর) আসনে বিএনপি দলীয় সম্ভাব্য এমপি প্রার্থী ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব সোহরাব উদ্দিন, গাজীপুর-৪(কাপাসিয়া) আসনে বিএনপি দলীয় সম্ভাব্য এমপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপির নেতা আব্দুল মোতালেব, জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদের গাজীপুর জেলা সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, গাজীপুর জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ভিপি মোঃ জয়নাল আবেদীন তালুকদার, বশির আহমেদ বাচ্চু,হুমায়ুন কবীর রাজু,আব্দুল আউয়াল,মোঃ আয়ুব আলী,মুকুল সরকার, নুর মোহাম্মদ,সায়েদুল আলম জুয়েল,আজাহারুল ইসলাম পলাশ,তাইজুল ইসলাম, জাহাঙ্গীর হাজারী, আলামিন ফারুক,বশিতর উদ্দিন বশু,হাবিবুর রহমান রিপন,মোঃ শরীফ আজাদ,ইঞ্জিঃ শামীম,কামরুজ্জামান শামীম,সামছুল আলম সেলিম,সহিদুজ্জামান সরকার,সফিকুল ইসলাম,হযরত আলী, যে এ রাজিব,আলহাজ্ব স্বপন,বাদল বেপারী প্রমুখ।